কুড়িগ্রাম প্রতিনিধি : ১৩.১০.১৯ঃ
কুড়িগ্রামের রৌমারীতে ১ কেজি গাঁজাসহ কালু মিয়া (৪৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের শীবেরডাঙ্গী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক আবু মো.দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানাযায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অটো-রিক্সার যাত্রী কালু মিয়াকে সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাসী করে কাছে থাকা এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক কালু মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল গ্রামের রোস্তম আলীর ছেলে।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।