জলেশ্বরী

ভুরুঙ্গামারীতে শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ ১২.১০.১৯ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা আওয়ামলিীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ ।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাসুদা ডেইজি,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার,সম্পাদক সেলিম মাহমুদ,সোনাহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল,ও শাহ মুহম্মদ আরিফুজ্জামান রনি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ব্যাপারী।অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version