কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণ ভবন থেকে সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম রেল স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বোধন করেন। এসময় প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগড়, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য এম এ মতিন, রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ তরিকুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর রেলমন্ত্রী অতিথীদের নিয়ে কুড়িগ্রাম থেকে পার্বতীপুর চলে যায়।
নতুন আন্তনগর ট্রেনটি সপ্তাহে ৬দিন সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম যথারীতি ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে যাবে। রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রামে ফিরবে। এতে মোট আসন রয়েছে প্রায় ৬ শতাধিক। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে যাত্রাবিরতি করবে যথাক্রমে রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধবনগর ঢাকা বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি শেষে কমলাপুর রেল স্টেশনে পৌছবে। এ ট্রেনটি চালুর ফলে কুড়িগ্রামবাসী স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযোগ পেলো।