জলেশ্বরী

চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে এলাকাবাসী বিক্ষোভ ও মানব বন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :ঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঐ চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকারের সমর্থকরা বুড়াবুড়ি ইউনিয়ন থেকে এসে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বুড়াবুড়ি ইউনিয়নের দুলাল হোসেন, আলমগীর কবির, হায়বর আলী, নুর ইসলাম, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বুড়াবুড়ি ইউনিয়নের জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের সমর্থনে ইর্ষাম্বিত হয়ে তার বিপক্ষ প্রার্থীরা তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করিয়েছে। মানব বন্ধনে দ্রুত আবু তালেব সরকারের নি:শর্ত মুক্তি দাবী করেন বক্তারা।

উল্লেখ্য আবু তালেব সরকার তার স্ত্রীর চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে গেলে সেখান থেকে গতরাতে র‌্যাব তাকে আটক করে। বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে ঐ ইউনিয়নের নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগের সমর্থনে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন।

 

Exit mobile version