জলেশ্বরী

কুড়িগ্রামে লবন ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লবনের কৃত্রিম সংকট তৈরী করে চড়ামূল্যে লবন বিক্রি করায় ব্যবসায়ী মবিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেছ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়ানের খামার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ রায় দেন। গ্রেফতারকৃত ব্যবসায়ী মবিদুল ইসলাম ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত: ওমর আলীর পূত্র।

ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী মবিদুল ইসলাম জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান, ওই ব্যবসায়ী ৩৫ টাকার লবন ৬০ টাকায় বিক্রি করছেন বলে ক্রেতারা অভিযোগ করায় তাকে এই সাজা প্রদান হয়।

Exit mobile version