জলেশ্বরী

কুড়িগ্রামে অভ্যন্তরীন রুটে বাস চলাচল ২য় দিনেরমত বন্ধ, যাত্রীরা

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের অভ্যন্তরীন বিভিন্ন রুটে ২য় দিনেরমত বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী ও ব্যবসায়ীরা।
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে বুধবার সকাল থেকে ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান শ্রমিকদের সাথে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান শ্রমিকরা গাড়ি চলাচল শুর করলেও এ জেলার আভ্যন্তরীন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা।
এ অবস্থায় জেলার ৯ উপজেলার জেলা সদরের বাস যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রী ও ব্যবসায়ীরা।
জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান জানান, ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করলেও বাস শ্রমিকরা কেন ধর্মঘট অব্যহত রেখেছে আমরা মালিকরা তা জানিনা। আর তারা আমাদের না জানিয়ে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে।

Exit mobile version