জলেশ্বরী

কুড়িগ্রামে নারী ও যুবাদের উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

দারিদ্রতা ও বিপদাপন্নতা থেকে অতিদরিদ্র নারী ও যুবাদের আর্থ সামাজিক উন্নয়নে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় ‘আর্থিক অন্তর্ভূক্তি এবং উন্নিতকরণের মাধ্যমে নারী ও যুবাদের ক্ষমতায়ন প্রকল্প’ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্টেকহোল্ডার, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন বিআরডিবি’র উপ-পরিচালক মিজানুর রহমান, মৎস বিভাগের উপ-পরিচালক কালিপদ রায়, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তার, কুড়িগ্রাম আরডিআরএস’র প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহা প্রমুখ।

আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১৩ হাজার নারী ও যুবাদের সম্পৃক্ত করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে বহুমূখী জীবিকায়ন, দুর্যোগ প্রস্ততি ও প্রশমনে সক্ষমতা বৃদ্ধি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Exit mobile version