জলেশ্বরী

কুড়িগ্রামে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহ আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উর্ধতন বিশেষজ্ঞ নবী হোসেন তালুকদার, বিশেষজ্ঞ মোহাম্মদ আলফাজ উদ্দিন, প্রাথমিকরে রংপুর বিভাগীয় উপপরিচালক খন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, কুড়িগ্রাম পিটিআই সুপার উত্তম কুমার ধর ও রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় কিভাবে প্রাথমিক শিক্ষাকে মান সম্মত করা যায় সে বিষয়ের উপর ব্যাপক আলোচনা হয়।

Exit mobile version