জলেশ্বরী

উলিপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিক নিহত

আরিফুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট ( বিওপি) এলাকায় আর্ন্তজাতিক পিলার ১০৫২(২এস) এর নিকট এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক বাংলাদেশের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল নামক স্থান থেকে অবৈধ ভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করার সময় জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের নিকট পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকের লাশ নিয়ে যায়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যাক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইন থেকে দেড়শ’ গজ উজানে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে বৈঠকে বসার ব্যবস্থা নিচ্ছি।’

Exit mobile version