কুড়িগ্রাম প্রতিনিধি :;
নানা আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিকর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালী, মহিলা সমাবেশ, জয়িতা সংবর্ধণা ও গীত ও খেলাধুলা প্রতিযোগীতার আয়োজন করে জেলা প্রশাসন, তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সিভিল সার্জন ডা: শহিদুল্ল্যা লিংকন, জেলা তথ্য অফিসার মো: শাহাজাহান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে মহিলাদের গীত পরিবেশন ও জেলা পর্যায়ে ৫ জন মহিলাকে জয়িতা সংবর্ধণা দেয়া হয়। পরে জেলা প্রশাসন চত্বরে খেলাধুলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।