কুড়িগ্রাম প্রতিনিধি :
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের স্বপ্ন কুঁড়ি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আক্তারের সভাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা।