জলেশ্বরী

কুড়িগ্রামে আন্ত:স্কুল গার্লস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি ::

‘যুক্তির যুদ্ধে পরাজিত হয়ে যাদুঘরে যাক বাল্য বিয়ে’-শ্লোগানে কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদরাসা পর্যায়ের ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বিল্ডিং ফিউচার ফর বেটার গার্লস (বিবিএফজি)আন্ত:স্কুল গার্লস বিতর্ক-২০১৯-২০২০এর আওতায় জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদগিরণ মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ আদর্শ জনতা উচ্চ বিদ্যালয়। মডারেটর অধ্যক্ষ শাহ মো: রেজাউল করিমের উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল,জেলা শিক্ষা অফিসার শামছুল আলম,প্লান ইন্টারন্যাশনালের বিভাগীয় ম্যানেজার আশীষ কুমার বকসী,প্রকল্প কো অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন,প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।উল্লেখ্য,গত বছর ২৯ আগষ্ট ২৫৭টি বিদ্যালয় ও মাদরাসায় প্রতিষ্ঠান ভিত্তিক,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান,শিক্ষকগণ ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

Exit mobile version