কুড়িগ্রামে শনিবার ১০জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে শনিবার (১৮এপ্রিল) ১০জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। এদের মধ্যে ৫জন রৌমারী ও ৫জন চর রাজিবপুর উপজেলার।
স্বাস্থ্যবিভাগের জরুরীসেবা কেন্দ্র থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলা থেকে ২২০জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৪৩টির রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৪১ জনের রিপোর্ট নেগেটিভ এবং ২জনের রিপোর্ট পজেটিভ। পজেটিভ ২জনের রিপোর্টের মধ্যে একজন রৌমারী উপজেলার এবং অপরজন ফুলবাড়ি উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কোভিড ১৯ মহামারী ঠেকাতে সকলকে সরকারের নির্দেশ মেনে বাড়িতে অবস্থান করতে হবে। স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং অপরিচিতদের সাথে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা করোনা থেকে রেহাই পেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *