কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যান চালকের বাড়ী থেকে ৩১ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে সরকারি চাল সন্দেহে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১ বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পারি ওই বাড়িতে সরকারি চাল রাখা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে। এসময় ভ্যানচালক পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে জানা গেছে মন্তাজ নামে এক ব্যবসায়ী তার বাড়িতে চালগুলো রাখতে দিয়েছে। পরে মন্তাজের বাড়িতে অভিযান চালানো হয়। এর আগে সে পালিয়ে যায়। তিনি জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে চালগুলো কোথা থেকে আনা হয়েছে।