কুড়িগ্রাম প্রতিনিধি : ২৩.০৪.২০২০
আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টা থেকে কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম। তিনি জানান, করোনা ঝুকি মোকাবেলায় জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক জানান, কুড়িগ্রাম জেলায় ১৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪ জন করোনা রোগী সনাক্ত হয়। এদের দুইজন রৌমারী উপজেলার, একজন ফুলবাড়ী উপজেলার এবং আরেকজন কুড়িগ্রাম সদর উপজেলার। আক্রান্তরা সকলেই নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরত। নতুন করে সংক্রমন রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউনের সিদ্ধান্ত বলবৎ থাকবে।
লকডাউন চলাকালীন সময়ে সড়ক, আকাশ ও নৌ-পথে জেলায় আগমন ও বর্হিগমনসহ আন্ত:জেলা যোগাযোগ বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।