জলেশ্বরী

উলিপুরে ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

উলিপুর প্রতিবেদক::

কুড়িগ্রামের উলিপুর পৌরএলাকার মুন্সিপাড়ায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও কর্মহীন ১২০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন ও সবজি।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন মীর আলী ইকরাম,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম ও ওয়ারেন্ট অফিসার মো: রশিদ প্রমুখ।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মীর আলী ইকরাম জানান, প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে যাতে এসব মানুষজন ঘরে থাকেন এবং খাদ্যের জন্য বাইরে যেতে না হয় সেজন্য এতটুকু প্রয়াস। তিনি জানান,সেনাবাহিনী এ খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

Exit mobile version