জলেশ্বরী

কুড়িগ্রামের চিলমারীতে আরো একজনের করোনা সনাক্ত

চিলমারী প্রতিবেদক::

কুড়িগ্রামে শুক্রবার কোভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে নতুন চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরৎ ৩০বছরের এক যুবকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ ২৪ এপ্রিল ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬জনে। এরমধ্যে রৌমারী উপজেলায় তিনজন,ফুলবাড়ি,কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

Exit mobile version