জলেশ্বরী

কুড়িগ্রামে ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে করোনা পরিস্থিতি ও রমজান উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেদওয়ানুল হক দুলাল।

শনিবার জেলা শহরের শহীদ মিনার এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবনসহ বিভিন্ন প্রকারের সবজি।

এ সময় উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম মমিন, বিলু খন্দকার, খন্দকার ওয়াহেদুন্নবী সাগর প্রমুখ। ত্রাণ বিতরণের সময় রেদওয়ানুল হক দুলাল জানান, পর্যায় ক্রমে তিনি শহরের ১ হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

Exit mobile version