জলেশ্বরী

ঢাকা ফেরত ভাইয়ের সংস্পর্শে এসে বোন করোনা আক্রান্ত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি::

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের ৩৫ বছর এক নারী করোনা আক্রান্ত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৮ এ‌প্রিল) প্রাপ্ত প্রতি‌বেদ‌নে তি‌নি ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হন। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে‌ছেন।

স্বাস্থ‌্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত ওই নারীর ছোট ভাই কয়েকদিন আগে ঢাকা থেকে জ্বর সর্দি কাঁশি নিয়ে বাড়িতে ফেরেন। গত ২৪ এপ্রিল তার পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের লোকজন। মঙ্গলবার বিকালে রংপুর মেডিকেল কলেজ থে‌কে প্রাপ্ত প্রতি‌বেদ‌নে ওই নারীর ক‌রোনা সংক্রমন প‌জে‌টিভ হ‌লেও তার ছোট ভাই‌ সহ প‌রিবা‌রের অন‌্যান‌্য সদ‌স্যের নমুনার ফল নেগেটিভ আ‌সে।

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম জানান, আক্রান্ত নারীর ছোট ভাই‌ ঢাকা ফেরত হ‌লেও সে ক‌রোনা নেগেটিভ। ঐ নারী কিভা‌বে ক‌রোনা সংক্রমিত হ‌লেন তা এখনও অজানা। আমরা খোঁজ খবর নি‌চ্ছি। পাশাপা‌শি ওই নারী যা‌দের সংস্প‌র্শে এ‌সে‌ছেন তা‌দের নমুনা সংগ্রহের উ‌দ্যোগ নেওয়া হ‌চ্ছে।

Exit mobile version