কুড়িগ্রাম প্রতিনিধি ::
করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
গত দুইদিনে (রোববার ও সোমবার) ১ বছরের কম সাজাপ্রাপ্ত ৬ বন্দীকে জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলার মো: লুৎফর রহমান।
জেলার জানান, কুড়িগ্রাম কারাগারের বন্দী ধারন ক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে হাজতী ও কয়েদী বন্দী রয়েছে ৭৪৭ জন। সরকারী নির্দেশনায় বন্দী মুক্তির জন্য ৫৭ জনের তালিকা পাঠানো হয়েছিল। এদের মধ্যে দুই দফায় ৬ জনের মুক্তির তালিকা আসলে তাদের জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া বন্দীদের অনেকেরই সাজার মেয়াদ শেষ পর্যায়ে।