কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে শতাধিক ক্যাবল নেটওয়ার্ককর্মীদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, সাংবাদিক শ্যামল ভৌমিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ময়দা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও সাবান।
এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আইন শৃংখলা রক্ষা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। পাশাপাশি কর্মহীন মানুষের জন্য মানবিক সাহায্যেরও উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আড়াই হাজার পরিবারকে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্যাবল নেটওয়ার্কে কাজ করা ১শত জনকে খাদ্য সহায়তা দেয়া হল।