জলেশ্বরী

কুড়িগ্রামে ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে করোনা পরিস্থিতি ও রমজান উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী  মোস্তাফিজার রহমান সাজু।
শুক্রবার জেলা শহরের নাজিরা এলাকায় ৫ হাজার মানুষের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও মোস্তাফিজার রহমান সাজু সহ অন্যান্য নেতাকর্মীরা ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু , লবন সহ বিভিন্ন প্রকারের সবজি।

ত্রাণ বিতরণের সময় মোস্তাফিজার রহমান সাজু জানান , করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত পর্যায় ক্রমে আমার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ।

 

Exit mobile version