জলেশ্বরী

কুড়িগ্রামে জাতীয় শোক দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

অন্যদিকে রৌমারী উপজেলায় শোক দিবস কর্মসূচীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। এছাড়া পৌরসভা ও উপজেলা সমুহে জাতীয় শোক দিবসে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।

এছাড়া কুড়িগ্রাম টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: রেজাউল করিম, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

অপর দিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করে।

Exit mobile version