জলেশ্বরী

রাজশাহীতে গণপুর্ত বিভাগের প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি ::

রাজশাহী গণপুর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে গণপুর্ত প্রকৌশল অধিদপ্তরের সামনে ঘটনাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুড়িগ্রাম।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার, সমিতিরি কুড়িগ্রাম শাখার সভাপতি মো: খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন রানা, কর্মচারী ইউনিয়ন সভাপতি মো: আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা প্রকৌশলীর উপর হামলাকারী ঠিকাদার লিটনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার ঠিকাদারী লাইসেন্স বাতিলের দাবী জানান।
গত ১৭ আগষ্ট রাজশাহীর পুঠিয়ায় ভুমি অফিস নির্মাণ কাজে নিমানের সামগ্রী ব্যবহার করতে না দেয়ায় ঠিকাদার লিটন ও তার সহযোগীরা প্রকৌশলী দেলোয়ারের উপর হামলা চালায়।

Exit mobile version