কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে দ্বন্ধে হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে অপর এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান তার আদালতে একমাত্র আসামির উপস্থিতিতে এই মৃত্যুদণ্ডাদেশের রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রুহুল আমিন।
মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের ছেলে করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতেন একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার একপর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করেন করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আদম আলীর মৃত্যু হয়।
পরে নিহত আদামের বাবা আবেদ আলী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত মামলার একমাত্র আসামি করিমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, অপরাধীরা যতই দুর্বৃত্ত হোক আইনের যথার্থ প্রয়োগের ভেতরে অপরাধীরা সাজার আওতায় আসে। এই রায়ের প্রভাব সমাজে অনেকদিন থাকবে।