জলেশ্বরী

কুড়িগ্রামে মহিলা পরিষদের নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি::

সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে জোড় করে নিয়ে গিয়ে ধর্ষণের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। রোববার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সহসভাপতি শংকরী ঘোষ ও মধুবালা দেব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রতিমা চৌধরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে যে কোন বয়সের নারী আজ ধর্ষিত হচ্ছে। শিশু থেকে বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না। আইনে ফাঁক গলে অপরাধীরা ফিরে আসতে পারায় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Exit mobile version