জলেশ্বরী

চালককে হত্যা করে অটো ছিনতাই, চালকের মরদেহ উদ্ধার

ভুবন কুামর শীল, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে বাদশা মিয়া (৫০) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  সোমবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাদশা মিয়া গত রবিবার বাড়ি থেকে তার অটোরিকশাটি নিয়ে বের হলে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে পার্শ্ববর্তি দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে বাদশা মিয়ার লাশ শনাক্ত করেন স্বজনরা। তাকে  হত্যা করে লাশ ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করেছে বলে দাবী স্বজনদের।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version