জলেশ্বরী

সড়ক দূর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রনে সিসিটিভি ক্যামেরা স্থাপন

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের  সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানকে সিসিটিভির  আওতায় আনা হয়েছে। দুপুরে ট্রাফিক বিভাগের কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, এএসপি উৎপল কুমার রায়,  ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একেএম বানিউল আনাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু,  জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার প্রমুখ।

উদ্বোধনকালে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, কুড়িগ্রাম শাপলা চত্বর সড়কে অপরাধ নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের মাধ্যমে আরো সূচারু রুপে কাজ করতে সিসি ক্যামেরা স্থাপন করা হল।

তবে পর্যায় ক্রমে এ ব্যবস্থা জেলা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এবং সকল উপজেলায় স্থাপন করা হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণসহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version