রৌমারী প্রতিনিধি:
‘আসুন আমরা সকলে মাস্ক পরি, অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ৩ দিনের জনউদ্বুদ্ধকরণ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার থানামোড়, শাপলা চত্বর, স্থলবন্দর, ফুলবাড়ি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে এই জনউদ্বুদ্ধকরণ পথসভা অনুষ্ঠিত হয়। পরে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার মোক্তারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, পরিসংখ্যানবিদ জিনাত ফাতেমা, কাজিউল ইসলাম প্রমূখ।