জলেশ্বরী

করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামের উলিপুরে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

করোনা পরিস্থিতিতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় কুড়িগ্রামের উলিপুর পৌরসভার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দুপুরে উলিপুর পৌরসভা চত্বরে আড়াইশত পরিবারকে নগদ ৪শত টাকা ও ভিডিএফ’র আওতায় ৩ হাজার ৮১ পরিবারকে ১০ কেজি করে চাল ও ১শ ৫৮ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র মো: মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি, পৌর সচিব মো: মাহবুবুল আলমসহ পৌর কাউন্সিলরগন।

Exit mobile version