জলেশ্বরী

কুড়িগ্রামে বরই গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলা কোপা এলাকায় দিনে-দুপুরে একটি বরই গাছ থেকে নুরনবী (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরনবী শহরের মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে।
আজ শনিবার বিকেলে টাপুভেলা কোপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত নুরনবী গত ২-৩ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে আত্মহত্যা করেছেন। লোকজন তাকে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জোমসেদ আলী টুনকু জানান, ধারনা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বরই গাছ থেকে মৃত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Exit mobile version