জলেশ্বরী

কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে বাস চাপায় নছিমন চালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে বাসের চাপায় এক ‘নছিমন’ চালকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ছিনাই বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে নসিমনের মুখোমুখী সংঘর্ষ হয়।

স্থানীয়রা নছিমন চালককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জসিম উদ্দিন সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় আগেই তার মৃত্যু হয়েছে।

রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল হক নুরু জানান, এ দুর্ঘটনায় নছিমন চালক গুরুতর আহত হন। এছাড়া বাসের সুপারভাইজারসহ আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গাড়িরই ব্যাপক ক্ষতি হয়।

Exit mobile version