জলেশ্বরী

কুড়িগ্রামে করোনাকালীন মহামারীতে দু:স্থ ও অসহায় আড়াইশত পরিবারকে কোরবানির মাংস বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে করোনাকালীন মহামারীতে দু:স্থ ও অসহায় আড়াইশত পরিবারকে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এ কোরবানির মাংস বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে শেষদিনে মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কুরবানি প্রজেক্ট-২০২১ এর আওতায় ফিল্ড অফিসের উদ্যোগে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে জেলার দুই উপজেলা রাজিবপুর ও কুড়িগ্রাম সদরের ৫টি ইউনিয়নের ২৬৪টি পরিবারের ১হাজার ৩৭৬জনকে মোট ৩৯৫ কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়। এসময় উপকারভোগীদের প্রত্যেককে দুইকেজি করে কোরাবানির মাংস বিতরণ করা হয়। এর আগে প্রত্যেকটি ইউনিয়নের ইউকে এইডের নির্দেশনায় ইএসডিও তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে বিশেষত দরিদ্র,বিধবা,প্রতিবন্ধী,এতিম ও বয়স্কদের কোরবানির মাংস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র এপিসি তোফাজ্জল হোসাইন, হেড অব প্রোগ্রাম আবদুর রহিম,প্রকল্প কো-অর্ডিনেটর অরুন চন্দ্র অধিকারী,যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

Exit mobile version