কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে সদর উপজেলা পুষ্টি কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে সভার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম কল্পনা, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. জাকির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. হাবীবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা ইসমত আরা, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
সদর উপজেলা প্রশাসন ও সদর স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং সংঘ প্রকল্পের সহযোগিতায় দ্বি-বার্ষিক পরিকল্পনা তুলে ধরেন সংঘ প্রকল্পের স্থানীয় কনসালটেন্ট মো. নাজমুল হক।