কুড়িগ্রাম প্রতিনিধি:
চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে চেয়ারম্যানকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করা হয়।
চর রাজীবপুর থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম জানান, জামালপুর জেলার বকসীগঞ্জ এলাকার জনৈক রাজন মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করা হয়।
রাজন মিয়ার অভিযোগ তিনি চেয়ারম্যানের কাছে ব্যবসা সংক্রান্ত ১২লাখ টাকা পান। পাওনা টাকা পরিশোধের জন্য তাকে চেয়ারম্যান যে চেকটি দিয়েছিলেন সেই একাউন্টে টাকা ছিল না। এনিয়ে বার বার যোগাযোগ করেও সমাধান না পেয়ে জামালপুর আদালতে চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে চেক সংক্রান্ত মামলা দায়ের করেন। পরে ওই মামলায় জামালপুর আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে চর রাজীবপুর থানা পুলিশ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করে।