জলেশ্বরী

শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষক সংগঠনের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধাননের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

আজ দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারী মোশাররফ হোসেন ফারুক, শিক্ষক নেতা মোর্শেদ আলম, কেএম আনিছুর রহমান, তাছাদ্দুক হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্রগ্রাম, সিলেট, সাতক্ষিরা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইলসহ দেশবাপী শিক্ষকদের উপর জুলুম-নির্যাতনের কোন বিচার না হওয়ায় আজ সাভারের শিক্ষক উৎপল কুমারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্যাতন বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।

Exit mobile version