কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে চিহ্নিত ১৬৬টি পরিবারে ৭ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫০০টাকা করে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, স্থানীয় এনজিও এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহায়তায় লোকাল হিউমেনিটারিয়ান লিডারশীপ প্রকল্প থেকে স্থানীয় এনজিও মহিদেব’র সহযোগিতায় এএফএডি সংস্থা উক্ত অর্থ বিতরণ করে।