কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর আওতাধীন উত্তর ধলডাংগা বিওপি’র এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
আজ বেলা ১২টায় মেডিক্যাল ক্যাম্পেইন ভারপ্রাপ্ত অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) মেজর মোহাম্মদ আরিফুজ্জামান, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় এবং ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী এর সার্বিক তত্ত্বাবধানে সুবেদার মেজর মেজর মোঃ মজিবুর রহমান এর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্পেইনে কুড়িগ্রাম সদর হাসপাতালের সিভিল সার্জন মনোনিত মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ রাকিবুল হাসান এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর নিয়োগকৃত বেসামরিক মেডিক্যাল অফিসার নাসির উদ্দিন।
এসময় ৪৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূ্ল্যে ঔষধ সরবারাহ করা হয়।