জলেশ্বরী

কুড়িগ্রামে ইউএনও’র গাড়ীর সাথে অটো রিকসার সংঘর্ষে আহত ৮

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলব আক্তারের গাড়ীর সঙ্গে ব্যাটারী চালিত অটো রিকসার সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পুজা মন্ডপ পরিদর্শন করে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রীড ব্রেকারে অটো রিকসা নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে অটো রিকসা চালক সহ অটো রিকসায় থাকা ৭ জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী আহত হয়েছেন।

আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অটো চালক ফজলুল হক ও যাত্রী ফজল হক এই দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version