জলেশ্বরী

কুড়িগ্রামে মধ্য রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্য রাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাররফ হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত একটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
ওই কলেজ ছাত্র সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি সোনাহাট ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসি জানায়, বুধবার (০৫ অক্টোবর ) রাত ১টার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে তিন বন্ধু এক মোটর সাইকেলে ভূরুঙ্গামারী সদরে আসছিলেন। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মোশারফ, শরিফুল ও মাইদুল গুরুত্বর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমুর্ষূ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার ভোরে মোশাররফ হোসেনের মৃত্যু হয়। অপর ২ জন চিকিৎসাধীন আছেন।

বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জলেশ্বরী/জুয়েল রানা

Exit mobile version