জলেশ্বরী

কুড়িগ্রামে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা,৪৬ বোতল স্কাফ সিরাপ ও ২টি অটোরিক্সাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। ১৬ অক্টোবর(রোববার) দিবাগত রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা গ্রামের মাদক কারবারি মোঃ এরশাদুল হক (৩২) এর বাড়ীর ভিতর আঙ্গিনায় অটোরিক্সায় বসার স্থানের নিচের পা রাখার জায়গায় বিশেষ কায়দায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা লুকিয়ে রাখে। পরে অটোরিক্সা সহ মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে,সোমবার (১৭ অক্টোবর) সকালে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর কলেজ মোড় হতে খড়িবাড়ি গামী দক্ষিণ ধর্মপুর জনৈক আজিজুল ইসলাম এর পুকুর পাড়ের জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৬ বোতল ইস্কাপ এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন,’ মাদক নির্মুলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ অভিযান আমাদের অব্যহত থাকবে।

Exit mobile version