জলেশ্বরী

কুড়িগ্রামে জনতা ব্যাংকের প্রকাশ্যে ঋন বিতরণ ও আদায় কর্মসূচি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামে জনতা ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচিটি জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখায় অনুষ্টিত হয়।

ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক সুশান্ত কুমার রায় ও কুড়িগ্রাম সদর উপজেলার পি.আই.ও মোঃ ফিজানুর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক বিতরণ ও ঋণ আদায়াপক (এরিয়া ইনচার্জ) এ, কে, এম, সামছুল আলম।

এ সময় প্রকাশ্যে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচি পালন করা হয়। পরে জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখা হতে উপস্থিত ঋণ পরিশোধকারী এবং গ্রাহকদের মাঝে উপহার স্বরূপ গাছের চারা বিতরণ করা হয়।

Exit mobile version