কুড়িগ্রাম প্রতিনিধিঃঃ
কুড়িগ্রামে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। সারা বিশ্বের ন্যায় যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেয়াসহ নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
আজ রবিবার দুপুরে জেলা শহরের পৌর এলাকার কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল মোড়ে কুড়িগ্রাম ঈশায়ী ফেলোশিপ চার্চে আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভসুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানে এরিক নন্দীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, প্রধান অ্যাপোজেল মিসেস লায়লা সরকার,পাস্টর শিমিয়ন সরকার,ইভানজেলিস্ট ইমরান সরকার,রোমান ইমতিয়াজ, সিনথিয়া সাবরীন, সালাউদ্দিন বিশ্বাস, সঞ্চিতা নন্দী, লুইস বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন,এ উৎসবে খ্রিষ্টান সম্প্রদায় যাতে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করে সেজন্য জেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তাসহ সহযোগিতা করছে। সবাই অত্যন্ত নির্বিঘ্নে ও আনন্দের সাথে দিবসটি পালন করবেন।
জেলার আরও ৫টি চার্চে বিশেষ প্রার্থনায় দিনটি পালিত হয়।