কুড়িগ্রাম সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্মদিন পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি::

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধীতে জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম কবি পুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

কবির জন্মদিন উপলক্ষ্যে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে সৈয়দ শামসুল হক স্মৃতি একটি মেলার আয়োজন করে। দিনব্যাপর চলে এ মেলা। মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ।

ইফসুফ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহন করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি মারা গেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস চত্ত¡রে তাকে সমাধীস্থ করা হয়। প্রতিদিন তাঁর ভক্তরা আসে এ সমাধীস্থল পরিদর্শনে। এ কমপ্লেক্স নির্মিত হলে কুড়িগ্রামের পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *