কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে কোভিডকালিন সময়ে বিদ্যালয় থেকে ঝড়ে পরা ৪৫০জন কন্যাশিশুকে স্কুলমুখী করেছে বেসরকারি সংস্থা গুডনেইবার বাংলাদেশ’র ব্যাক টু স্কুল প্রকল্প। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে তারা এই সফলতা অর্জন করে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাক টু স্কুল প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর। এসময় আরো বক্তব্য রাখেন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরেজাউল করিম, গুড নেইবার বাংলাদেশ’র চর ডেভেরপমেন্ট প্রোগ্রামের সহকারি ম্যানেজার কালাম উদ্দিন, আইজি অফিসার এলভিস বাপ্পা কির্তনীয় প্রমুখ।
বক্তারা জানান, ব্যাক টু স্কুল প্রকল্পের মাধ্যমে কন্যা শিশুদের যাতায়াতসহ সমস্ত উপকরণ সহায়তা প্রদান করা হয়। এতে অভিভাবকরা উৎসাহিত হয়ে কন্যা শিশুদের আবারো স্কুলে পাঠান। তবে প্রকল্পটি ক্লোজ হয়ে যাওয়ায় এই কন্যা শিশুরা আর সহায়তা পাবেন না।