কুড়িগ্রামে চাকুরী স্থায়ীকরণের দাবীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর ধরে কুড়িগ্রাম শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োজিত ভুট্টুলাল হরিজনকে বাদ দিয়ে বিদ্যালয় কমিটি নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা হরিজন ঐক্য পরিষদ।

বুধবার সকালে কুড়িগ্রাম বিভার ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করার পর জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবাদ জানানো হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার বাঁশফের, সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোর, কাজলরানী, মতিলাল বাঁশফোর প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক উৎকোচের বিনিময়ে চাকুরী দিতে ভুট্টুলাল হরিজনকে বাদ দিয়ে শূন্যপদ সৃষ্টি করে লোক নিয়োগের পায়তারা করছে। তারা ভুট্টুলাল হরিজনের প্রতিবন্ধী মেয়েকেও চাকুরীতে নিতে অস্বীকার করায় মানববন্ধন করা হয়। দাবী না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *