জেলা প্রতিনিধি ::
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয় ও শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।