কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে এমপিুভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকগণ মানববন্ধন করেছে। আজ শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা’র ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় দেড়শ’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ একদফা দাবিতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা’র আহবায়ক ও কাচিচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও যুগ্ম আহবায়ক, নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য তৈরী করা হয়েছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই। প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করলে আর এসব সমস্যা থাকবে না।
তাই অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তারা।