জলেশ্বরী

কুড়িগ্রামে সিপিবি’র ৭৫তম পূর্তি অনুষ্ঠান পালন

কুড়িগ্রাম প্রতিনিধি ::

সমাবেশ ও লাল পতাকার মিছিলের মাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫বছর পূর্তি অনুষ্ঠান পালন করেছে কড়িগ্রাম জেলা কমিটি। শনিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সিপিবি’র সভাপতি উপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠক মোস্তাফিজার রহমান মুকুল ও রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমিটির নেতা অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, নুর মোহাম্মদ আনছার, বাসদ কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক ফুলবর রহমান প্রমুখ।

Exit mobile version