জলেশ্বরী

মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জেলা প্রতিনিধি::

কুড়িগ্রামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী দিনে খেলোয়াড়দের মাঝে সদনপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক ৩০ জন খেলোয়াড়কে এ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ ফেব্রæয়ারি শুরু হওয়া জেলার ৯ উপজেলার অনুর্ধ্ব-১৬ বছর বালকদের মধ্যে ৩০ জন খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেওয়া হয়।

Exit mobile version